সাখাওয়াত হোসেন, ২৯ মার্চ:
করোনা ভাইরাসের প্রার্দূভাব এড়াতে লামচর টাইগার স্পোর্টিং ক্লাবের সভাপতি ও লামচর গ্রামের সন্তান সৌদি প্রবাসী নজরুল ইসলাম সুমন (মেসি সুমন)’র অর্থায়নে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নভুক্ত ২নং ওয়ার্ড লামচর গ্রামের হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২৯ মার্চ ২০২০ ইং রবিবার সকালে লামচর গ্রামের দিনমজুর ও হতদরিদ্র সাতান্ন পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়।
এর মধ্যে প্রত্যেকটি হতদরিদ্র পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, আধা কেজি ডাল, এক কেজি তেল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ ও একটি সাবান নিয়ে মেসি সুমনের পক্ষে কয়েকজন তরুণ বাড়ি বাড়ি গিয়ে পৌঁছিয়ে দেয়।
বিশ্বব্যাপি করোনা আতঙ্কে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন হতদরিদ্র, সুবিধা বঞ্চিত, দিনমজুর, অসহায় ও খেটে খাওয়া মানুষজন। দেশের প্রায় সকল নাগরিক বাড়িতে অবস্থান করায় কর্মহীন হয়ে পড়েছেন এ সকল মানুষগুলো। এর ফলে চরম খাদ্য সংকট দেখা দিয়েছে খেটে খাওয়া হত দরিদ্র এসকল মানুষগুলোর পরিবারে।
এ বিষয়ে লামচর টাইগার স্পোর্টিং ক্লাবের সভাপতি সৌদি প্রবাসী নজরুল ইসলাম সুমন (মেসি সুমন) এক অডিও বার্তায় বলেন, সমাজের বিত্তশালী লোকজন এ সকল অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এদের বেঁচে থাকার প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করলে এ মানুষগুলো কিছুটা হলেও স্বস্তি পাবে। আজকে আমার এ ক্ষুদ্র ও অতি সামান্য কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সমাজের উচ্চ শ্রেণির মানুষরা যেন এসকল অসহায় ও হত দরিদ্র মানুষদের জন্য এগিয়ে আসে এবং তাদের পাশে এসে সহযোগিতার হাত প্রসারিত করেন। তবে সমাজের সবাই ক্ষুদ্র ক্ষুদ্রভাবে দরিদ্রদের পাশে দাঁড়ালে সামাজের উপকার হতো এমনকি এই দরিদ্র মানুষগুলো আর রাস্তায় বের হতো না।
দ্রব্যসামগ্রী গ্রহনকারী কয়েকজন জানান, করোনা ভাইরাস এর কারনে আমাদের দৈনন্দিন কাজ প্রায় বন্ধ হয়ে গেছে। পরিবার পরিজন নিয়ে খাবার সংকটে পড়ে গিয়েছিলাম। এমন অবস্থায় মেসি সুমন ভাই তার লোকজন মারফত আমাদের খাবার দিয়ে সহায়তা করেছেন। এতে তারা অনেক খুশি। তাদের মতামত সমাজের বিত্তশালীরা এগিয়ে আসলে আমাদের কষ্ট কিছুটা হলেও আরোও লাঘব হতো।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন আতাউর রহমান, লামচর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মোঃ সোহেল, রামগঞ্জ সরকারি কলেজের সহ-সাধারণ সম্পাদক মাসুদ, শাকিল, প্রাইমারির সহেল, জাহিদ হোসেন (জমিদার), রাকিব প্রমুখ।