রায়হানুর রহমান, ৩০ মার্চ: করোনা ভাইরাস প্রতিরোধে সবাই নিজ নিজ বাসায় অবস্থান করুন। ইনশাআল্লাহ আমরা পৌঁছে যাব আপনার দোরগোঁড়ায়।
এ আহবানে রামগঞ্জ উপজেলার কান্তা কৃষি সমবায় সমিতি লিঃ ও কান্তা নারী উন্নয়ন সংস্থার অর্থায়নে আজ সোমবার দুপুরে অসহায় ও দুস্থ্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
সংস্থার চেয়ারম্যান আবুল কাশেম মাষ্টারের সার্বিক তত্বাবধানে প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি আটা, ১ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১ কেজি সয়াবিন তেল এবং ভিটামিন সি সমৃদ্ধ ৪০০ গ্রাম ট্যাং প্রদান করেন। আবুল কাশেম মাষ্টার বলেন, এভাবে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে এবং অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করার জন্য বিত্তবান ব্যক্তিদের অনুরোধ করে তিনি আরোজ গন জমায়েত রোধে আমরাই বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার চেস্টা করছি।