শিতাব আযিয, ৩০ মার্চ: করোনা ভাইরাসের প্রাদূর্ভাব ও সংক্রমনরোধে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের ঘরে সরকারী বরাদ্ধে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পন্য পৌঁছে দেয়া হচ্ছে। রবিবার ও সোমবার দিনব্যপি রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান লোকসমাগমের ভীড় এড়াতে উপজেলার ভোলাকোট, নোয়াগাঁও, কাঞ্চনপুর, ইছাপুরসহ প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি অসহায় পরিবারের হাতে এ বরাদ্ধ নিজ হাতে বন্টন করেন।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনীর সদস্যসহ ইছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদ উল্যাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলিপ দে, সহকারী প্রকৌশলী জুয়েল রানা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল এসময় উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগীতা করেন।