রায়হানুর রহমান, ৩০ মার্চ: যে মানুষগুলো প্রতিনিয়ত রামগঞ্জের সর্বসাধারণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজেকে নিয়োজিত রাখেন তাদের সুস্বাস্থ্য নিয়ে আমরা কয়জনই বা চিন্তা করি।
সে ভাবনা থেকে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান পরিশ্রম করে যাচ্ছে অক্লান্ত। সোমবার সকাল সাড়ে ৯টায় রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের জন্য বেশ কিছু ফলমূল ১০টি স্বাস্থ্যসম্মত পিপিই নিয়ে হাজির হন রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
( উপজেলা প্রাণী সম্পদ অফিস হতে প্রাপ্ত)
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দারসহ হসপিটালে কর্মরত বেশ কয়েকজন চিকিৎসক।
উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান বলেন, দেশের এ ক্রান্তিকালে যাদের সুস্থ্যতা সবচেয়ে বেশি দরকার তারা হলেন চিকিৎসক। চিকিৎসকগণ সুস্থ্য থাকলে সাধারণ মানুষ সুস্থ্য থাকবেন।