আহম্মেদ ফয়সাল, ৩০ মার্চ:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্ছু দেশের এ করোনা ভাইরাস নামক মারাত্মক সংকটময় মূহুর্তে সুবিধাবঞ্চিত, দিনমজুর অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে চাল, ডাল, তৈল,সাবান আলু, লবন, পেয়াজ, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে তাদের দ্বারে দ্বারে উপস্থিত হন।
এ ছাড়াও তিনি উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানের নিকট অসহায় ও দুস্থ্যদের মাঝে বিতরনের জন্য ২৫০ কেজি চাল এবং ১৫০ কেজি আটা ও ৫টি নিরাপত্তা গ্লাবস হস্তান্তর করেছেন।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু জানান, জনস্বার্থে সরকার লক-ডাউন ঘোষনার দু’দিন পর থেকেই তিনি নিজ উদ্যোগে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হচ্ছে।
ব্যক্তিগত অর্থায়নে পর্যায়ক্রমে ১টন চালসহ সমপরিমাণ আটা বিতরন করবেন বলেও তিনি জানান।
দেওয়ান বাচ্চু চলমান এ বৈরী সময়ে রামগঞ্জের অসহায় দিনমজুরদের পাশে এসে দাঁড়ানোর জন্য সমাজের সকল জনপ্রতিনিধিসহ বিত্তবানদের প্রতি অনুরোধ করেন।
এসময় সুষ্ঠ বন্টনে সহযোগীতা করেন টি এম বাহারসহ স্থানীয় যুব সমাজ।