শিতাব আযিয, ৩০ মার্চ: করোনা ভাইরাস নিয়ন্ত্রনে সরকারী নির্দেশক্রমে সারাদেশ লকডাউন করা হয়েছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে বাংলাদেশের খেটে-খাওয়া দিনমুজুর মানুষ। দেশের এই ক্লান্তিলগ্নে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় হতদরিদ্র ও অসহায় মানুষদের মাঝে খাদ্যদ্রব্য বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে একঝাঁক তরুন। উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্রদের মাঝে চাল-ডাল-আলু-পেঁয়াজ-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণের উদ্যোগ নেয় তারা।
আজ সোমবার মোটরসাইকেলযোগে উপজেলার বিভিন্ন জায়গায় হতদরিদ্রদের মাঝে এই খাদ্য সামগ্রী তুলে দেয় এই তরুনেরা। তার পাশাপাশি হতদরিদ্রদের ছবি (চেহারা) সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করা থেকে তারা বিরত থাকেন।
তাদের সাথে কথা বলে জানা যায়, পরিবারের সদস্যদের সাথে খাদ্যদ্রব্য বিতরণের বিষয়টি নিয়ে আলোচনা করলে সকলের পরিবারই সহযোগীতা করতে সম্মতি দেয়। এসময় অসহায়দের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় তারা।