মাহমুদ ফারুক, ৩১ মার্চ: করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষায় সরকার ঘোষিত লকডাউনের কারনে অসহায় ও দুস্থ্যদের পাশে দাঁড়িয়েছেন রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আকবর হোসেন। নিজ গ্রাম সাতারপাড়া ও নন্দনপুরসহ পৌর শহরের সহশ্রাধীক অসহায় লোকদের মাঝে চাল-ডাল-আলু-আটা-তেল-পেঁয়াজ-রসুনসহ একটি পরিবারের আগামী ১মাসের খাবার প্যাকেট পৌঁছানের জন্য বেশ কয়েকজন স্বেচ্চাসেবী কাজ করে যাচ্ছেন।
পৌরসভার ৯টি ওয়ার্ডে নিজ উদ্যেগে এবং লোক সমাগম যেন না হয় সে লক্ষে তিনি করোনা ভাইরাসের কারনে ঘরে বসে থাকা অসহায় সে সব ব্যক্তিদের তালিকা প্রস্তুত শেষ হলেই খাবারগুলো বিতরন করা হবে বলে জানান রামগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি সর্বপরি রামগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকবর হোসেন।