আনিস কবির, ৩১ মার্চ:
করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরে যুবদলের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। আজ মঙ্গলবার শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ও বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করা হয়। এসময় সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে মাস্কও বিতরণ করেন যুবদলে নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারন সম্পাদক রাশেদুল হাসান লিংকন,সহ অনন্যা নেতকর্মিরা।
এই সময় জেলা যুবদলের সতাপতি বলেন, কেন্দ্রীয় নির্দশনা অনুযায়ী জেলা যুবদল এই কার্যক্রম শুরু করেছে। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ও বিভিন্ন জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। দেশের এই দুর্যোগের মুহূর্তে দলমত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসা উচিত।
নিজেদের নিরাপত্তার জন্য হলেও সামাজিক দূরত্ব বজায় রাখা উচিত।