গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজ
মোঃ আবদুল বাতেন, ৩১ মার্চ: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারনে দেশে যখন হ্যান্ড স্যানিটাইজারের ব্যাপক চাহিদা তখন চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলায় গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজ রসায়ন বিভাগের নিজস্ব ল্যাবে করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য তৈরি করলো হ্যান্ড স্যানিটাইজার।
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক এমপি ড. শামছুল হক ভূঁইয়ার সার্বিক সহযোগিতায়,কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেব্বুল্লাহ খান এর নির্দেশনায় রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান শ্রীমতি গৌরী রানি সাহার ব্যবস্থাপনায় সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা মিলে মানবতার কল্যানে প্রায় ২হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা সম্পন্ন করেছে।
অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেব্বুল্লাহ খান জানান, করোনা ভাইরাস সাধারনত হাত থেকে ছড়ায় তাই হাতকে জীবাণুমুক্ত রাখতে দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের কলেজের নিজস্ব ল্যাবে তৈরিকৃত হ্যান্ড স্যানিটাইজার কিছুটা হলেও ভুমিকা রাখবে। আর আমরা ফরিদগঞ্জ উপজেলার সরকারি, বেসরকারি গুরুত্বপূর্ণ অফিসে, উপজেলার বিভিন্ন পয়েন্টে এই হ্যান্ড স্যানিটাইজার গুলো বিনামূল্যে বিতরন করবো।
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজ জন্ম লগ্ন থেকেই শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ,সামাজিক ও মানবিক কাজ করে চাঁদপুর তথা সমগ্র দেশে সুনাম সুখ্যাতি অর্জন করছে।
আগামি কাল ১ এপ্রিল বুধবার সকাল ৯টায় কলেজ প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল ব্যক্তিদের উপস্থিতিতে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরন করবেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেব্বুল্লাহ খান।