মাহমুদ ফারুক, ২ এপ্রিল:
দেশব্যাপি করোনা ভাইরাস আতঙ্কের কারনে লকডাউন রয়েছে রামগঞ্জ উপজেলা। ব্যবসা বানিজ্য বন্ধ থাকায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষজন হয়ে পড়ে কর্মহীন। এক প্রকার ঘরের বাহিরে যাওয়া বা কোন ব্যবসা বানিজ্য না থাকায় রাস্তার পাশের ফুটপাতের দোকানী, চা বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কষ্টের শেষ নেই। সুবিধাবঞ্চিত ও অসহায় এসব মানুষের মাঝে আজ বৃহস্পতিবার বিকালে রামগঞ্জ শিশুপার্ক এলাকায় স্থানীয় নেতাকর্মীরা সাংসদ আনোয়ার হোসেন খাঁনের দেয়া চাল-ডাল-তেল ও লবনসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য কর্মহীন এসব মানুষদের হাতে তুলে দেন।
রামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ, ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভূইয়া, এমপির সহকারী রিয়াজুল হায়দার বাপ্পি, রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোওরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফয়সাল মাল এসময় উপস্থিত ছিলেন।