ফয়সাল কবির, ২ এপ্রিল: লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুউদ্দিন চৌধুরী নয়ন উদ্যোগে লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের মাধ্যমে প্রায় তিন শতাধিক অসহায় দুস্থদের মাঝে বুধবার ১ লা এপ্রিল সন্ধ্যা ত্রাণসামগ্রী বিতরন করেন।
সারা বিশ্বে আতঙ্কিত মহামারী করোনা ভাইরাসের শিকার, তারই ফলশ্রুতিতে থমকে পড়েছে মানুষের চলারগতী, সেই মূহুর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনার পরপরই লক্ষ্মীপুর জেলাশহর থেকে শুরু করে চরাঞ্চলের নিন্ম আয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী নিয়ে ছুটে চলেছেন জনদরদি, গরীবের বন্ধু লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং তার সহধর্মিণী লুবনা চৌধুরী।
তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের অনুরোধে লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের মাধ্যমে অসহায় ও হত দরিদ্র জনসাধারণের মধ্যে ত্রানসামগ্রী বিতরন করেন হয়।
এসময়ে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আফজাল হোসেন সবুজ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান ফরহাদ, সিনিয়র সহ সভাপতি মফিজুর রহমান মাস্টার, সহসভাপতি কামাল হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক শফিক আহম্মেদ, কোষাধ্যক্ষ ভি বি রায় চৌধুরী,সিনিয়র সাংবাদিক দামামা ও মধুমালতী পত্রিকার সম্পাদক, আনোয়ার রহমান বাবুল, লক্ষ্মীপুর রিপোর্টার্স ক্লাবের সদস্য আনন্দ টিভির জেলা প্রতিনিধি বিএম সাগর, দীপ্ত টিভির প্রতিনিধি তাপস সাহা, এশিয়া টিভির প্রতিনিধি টিটু দাস, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন, নির্বাহী সদস্য রাকিব হোসেন, সাংবাদিক নিজাম উদ্দিন,নজীর আহম্মদ, ফয়সল কবির, কাজী মোরশেদ, মুজাহিদ প্রমূখ
এসময়ে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ মাহবুব, লক্ষ্মীপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেল্লাল ক্বারি, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক ছাত্রলীগের আহবায়ক রকি, সাবেক যুবলীগ নেতা ববি, সাবেক সেচ্ছাসেবকলীগ নেতা শিবলু আহম্মদ, নিউমার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক হিরন সহ প্রমুখ।