ফয়সাল কবি, ৩ এপ্রিল: করোনা ভাইরাসের প্রতিরোধে সরকারি নির্দেশনায় ঘরবন্দি থাকা মানুষগুলোর সহায়তায় এগিয়ে এলেন লক্ষ্মীপুর ফরিদ-মাসুমা জনকল্যাণ ট্রাস্ট। শুক্রবার ০৩ এপ্রিল ট্রাস্টের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের পক্ষ হতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আজম রানা, কর্মহীন অসহায় হত দরিদ্র ও দিনমজুর পরিবারের মাঝে চাল, ডাল,আটা,পেঁয়াজ, আলু, তেল ও সাবান পৌঁছে দেন।
সারা বিশ্বে আতঙ্কিত মহামারী করোনা ভাইরাসে শিকার, তারই ফলশ্রুতিতে থমকে পড়েছে মানুষের চলার গতি, সেই মূহুর্তে লক্ষ্মীপুর সদর উপজেলার,লাহোরকন্দী,মান্দারী,হাজিরপাড়া, উত্তর হামছাদী সহ বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রী অসহায় ও হত দরিদ্রের বাড়িতে পৌঁছে দেন ফরিদ-মাসুমা জনকল্যাণ ট্রাস্ট।