রায়হানুর রহমান, ৪ এপ্রিল: সবাই চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী। সংখ্যায় হাতেগোনা কয়েকজন বন্ধু। করোনা ভাইরাসের কারনে যখনি সাধারণ মধ্যবিত্ত পরিবার মানুষরা বেশি কোনঠাসা হয়ে কারো কাছে হাতে পেতে খাবার সংগ্রহ করতে পারছেন না। তখনি তাদের সহায়তায় এগিয়ে এলেন চলতি বছরের উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী বন্ধুরা।
নিজেদের ও বড় ভাইদের আর্থিক সহযোগীতায় প্রায় শতাধীক পরিবারের মাঝে অত্যান্ত সংগোপনে চাল-আলু,তেল,পেঁয়াজ, আটা-ডাল-লবন ও সাবানের প্যাকেটগুলো দিয়ে আসা হয়।
এসময় উদ্যেক্তা প্রীতম, ফাহিম, ঈমন, ইয়াসিন, জীবন, শিহাব, জাহীদ, হাবিব, রবিন, নাঈম, ফাহাদ ও আরিফ অসহায় এসব পরিবারে পাশে দাঁড়াতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছেন।