মাহমুদ ফারুক, ৪ এপ্রিল:
করোনা উপসর্গ (শ্বাসকষ্ট, খিঁচুনী ) নিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে আড়াই বছর বয়সী এক শিশুর মারা যাওয়ার ৬ ঘন্টার ব্যবধানের আরো এক শিশু শরীরে জ্বর নিয়ে মারা গেছে।
এনিয়ে লক্ষ্মীপুরের কমলনগরে করোনা উপসর্গে মারা গেছে দুই শিশু। এ ঘটনার পরপর কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামে নিহতের বাড়ীসহ অপর শিশু চর মাটিন এলাকায় ৯ পরিবার লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন ডাং আবদুল গাফফার এবং কমলনগর উপজেলার আবাসিক মেডিকেল অফিসার মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যায় আড়াই বছর এক শিশুর মারা যায় শ্বাস কষ্ট, খিঁচুনী নিয়ে। এর পর শনিবার জ্বর নিয়ে একই উপজেলার চর মাটিন এলাকায় মারা যায় ৫ বছরের এক শিশু।
এসব ঘটনায় দুই শিশুর বাড়ী ও আশেপাশের ৯ পরিবারকে লকডাউনে রাখা হয়েছে। করোনা উপসর্গে মারা যাওয়া দুই শিশুর (শ্বাস কষ্ট, খিঁচুনি) নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ইসলামী শরীয়াহ অনুযায়ী তার লাশ দাফন করা হবে।
স্থানীয় চর মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ আলী মিয়া জানান, চর মার্টিন ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ৫ বছর বয়সি একটি শিশু গত ৩/৪ দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। প্রথমে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হলেও পরে অবস্থার অবনতিতে শিশুটিকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে শনিবার সকালে তার মৃত্যু হয়।
গত ৩/৪ মাসে শিশুটির পরিবারে কেউ বিদেশ থেকে দেশে ফিরেনি। তবে তার বাবা গত দুই বছর ধরে বিদেশ রয়েছেন। শিশুর মৃত্যুর খবর শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরন করেছেন বলেও তিনি জানান।
কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি মেডিক্যাল টিমের সঙ্গে ওই শিশুর বাড়ি গিয়ে খোঁজ খবর নেন; আশ-পাশের লোকজনকে সর্তক থাকতে বলেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার অনুরোধ করেন।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ নুরুল আবছার বলেন, তোরাবগঞ্জ ও মার্টিনে দুই শিশুর মৃত্যুর ঘটনায় ওই দুই বাড়ির নয় পরিবারকে লকডাউন করা হয়েছে।