আহম্মেদ ফয়সাল, ৫ এপ্রিল:
সারাবিশ্বের মতো আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। দেশের অধিকাংশ দিনমুজুর পড়েছেন বিপাকে। এই অবস্থায় নিজ এলাকায় ব্যাক্তিগত উদ্যোগে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শিতাব আযিয।
রাতের আঁধারে গোপনে অসংখ্য মানুষের মাঝে এই খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে শিতাব।
চাল, ডাল, আলু, পিয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করে সে।
তার সাথে কথা বললে সে জানায়, “নিজের জমাকৃত ও বেতনের টাকা এবং সহপাঠীদের সহযোগিতায় আমি এই উদ্যোগ নিতে পেরেছি। দিনশেষে অসহায় অসচ্ছল মানুষের মুখে হাসি ফুটিয়ে নিজের কষ্ট ভুলে যাই। সুযোগ পেলে আরো জনসেবায় নিজেকে নিয়োজিত রাখবো।