সাখাওয়াত হোসেন, ৫ এপ্রিল: জেলার রামগঞ্জ উপজেলার ৮নম্বর করপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম করপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রজন্ম একাত্তর লক্ষ্মীপুর জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক রানা মোহাম্মাদ সোহাগ এবং উক্ত ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে ও পারস্পরিক সহযোগিতায় আজ রবিবার ৫ মার্চ অসহায়, দুস্থ্য, কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করা হয় এবং এর আগের দিন ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জীবাণুনাশক স্প্রে করা হয়।
রানা মোহাম্মদ সোহাগ জানান, আমার এলাকার যে সকল ছাত্রদলের সহযোদ্ধারা সার্বিক সহযোগিতায় অসহায় দুস্থ্যদের মাঝে ত্রাণ ও জীবাণুনাশক স্প্রে করার প্রস্তুতি থেকে শুরু করে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করেছেন তাদের সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। বর্তমান লকডাউন পরিস্থিতি এবং যাতায়াত সমস্যার কারণে আমি উপস্থিত থাকতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থনা করছি।
তিনি আরোও জানান, আমি চাই দেশে এই দুর্যোগ মুহূর্তে সমাজের বিত্তবান লোকেরা সকলেই নিজ নিজ এলাকায় গরিব, দুঃখী, কর্মহীন ও অসহায়দের পাশে এসে দাঁড়াবে। এটাই আমাদের মূল লক্ষ্য। আল্লাহ সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করুক এবং সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত দান করুক।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয় যে, পশ্চিম করপাড়ায় ছাত্রদলের ও সোহাগ ভাইয়ের উদ্যেগে জীবানুনাশক স্প্রে করা হয়েছে এবং ৩২ টি দুস্থ্য ও অসহায় পরিবারের মানুষদের কাছে ত্রান বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়েছে। এ কাজে যারা আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আন্তরিক ধন্যবাদ জানাই শ্রদ্ধেয় ভাই রানা মোহাম্মদ সোহাগকে যার সহযোগিতায় আমরা এ সামান্যটুকু সেবামূলক কাজ করতে পেরেছি।