মাহমুদ ফারুক, ৫ এপ্রিল: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যেগে রামগঞ্জ শহর পুলিশ বক্স চত্বর, সমিতির বাজার, নোয়াগাঁও ও টিউরি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
আজ রবিবার বিকাল থেকে সন্ধাব্যপি এ অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ ও দন্ডবিধির ১৮৬০ ধারায় লকডাউনে গণপরিবহন, কাগজপত্র বিহীন গাড়ী চালক ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার ৮শ টাকা জরিমানা করেন।
এছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফার ইয়াসমীন নিপা উপজেলার নোয়াগাঁও ও টিউরি বাজারেও ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
রামগঞ্জ থানা পুলিশ কর্মকর্তারা এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, সরকারীভাবে করোনা ভাইরাস প্রতিরোধ ও প্রাদূর্ভাব এড়াতে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা সকলকে মেনে চলার অনুরোধ জানিয়ে বলেন, এ ভাইরাস প্রতিরোধে সচেতনতাই হলো মূলমন্ত্র। নির্ধারিত সময় পর্যন্ত সরকারী লকডাউন মেনে চলারও আহবান জানান তিনি।