আনিস কবির, ৭ এপ্রিল:
করোনা উপসর্গ নিয়ে জ্বর ও সর্দি আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রামগতি চরসীতা এলাকায় মারা গেছেন ৫৫ বছরের মোহাম্মদ রফিক মেস্তুরি।
আজ মঙ্গলবার ১১টার সময় তার নিজ বাড়িতে মারা যায়।
এ ঘটনায় পরপরে রামগতির উপজেলার চরশীতা গ্রামে নিহতের বাড়ীসহ ৩টি বাড়ি লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
রামগতির উপজেলার আবাসিক মেডিকেল অফিসার পরিজাত দও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত দুদিন আগে থেকে সে অসুস্থ ছিলেন। আজ সকালে বাড়িতে অসুস্থ হয়ে পড়ে মারা যায়। করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে। ইসলামী শরীয়াহ অনুযায়ী তার লাশ দাফন করা হবে।
এ ঘটনায় ৩টি বাড়িকে লক ডাউনে রাখা হয়েছে বলে জানান তিনি।