মাহমুদ ফারুক, ৮ এপ্রিল: ওরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। একসময় সাইফুর’স রামগঞ্জ শাখায় শিক্ষা গ্রহণ করেছেন। করোনা ভাইরাসের প্রাদূর্ভাব এড়াতে ও সংক্রমনরোধে প্রিয় শিক্ষাগুরু সাইফুর’স রামগঞ্জ শাখার ব্যবস্থাপক প্রফেসর হারুন অর রশিদের ডাকে সাড়া দিয়ে চলে আসেন রামগঞ্জে। উদ্দেশ্য মহৎ। দেশের এ ক্রান্তিকালে যখনি বিভিন্ন ঔষদ দোকানে পাওয়া যাচ্ছে না সংক্রমননিরোধক হ্যান্ডস্যানেটাইজার। তখনি রামগঞ্জ উপজেলাবাসীর কথা চিন্তা করে সম্পূর্ণ বিনামূল্যে বিতরনের জন্য প্রায় সাড়ে ৬হাজার বিভিন্ন ওজনের হ্যান্ডস্যানেটাইজার তৈরির উদ্যেগ গ্রহণ করেন প্রফেসর হারুন অর রশিদ।
বিভিন্ন মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের সাথে কথা বলে ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করে তৈরি করেন আধুনিকমানের ল্যাব।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানকে এ ব্যপারে লিখিত জানিয়ে বিনামূল্যে বিতরনের জন্য হ্যান্ড স্যানেটাইজার প্রস্তুত শুরু করা হয় প্রয়োজনীয় নিরাপত্তা গ্রহন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হেলথ্ ইকোনমিকস বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন, ইসলামিক স্টাডিজের জারির উদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইকোনমিকস’র অর্পিতা দাস, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তারেক হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাহমুদুল হাসান, শাকিল হোসেন, বদরুন্নেসা সরকারী মহিলা কলেজের সানজিদা ইয়াসমিন, সরকারী তিতুমীর কলেজের শিতাব আযিয, লালমাটিয়া মহিলা কলেজের রায়হানা কবির ময়ূক্ষী, ডাঃ মালিকা কলেজের সাহিদুল ইসলাম ও ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের কানিজ ফাতিমা রিয়া গত কয়েকদিন থেকে হ্যান্ডস্যানেটাইজার প্রক্রিয়াজাতকরন, লেবেল লাগানোসহ বিভিন্ন কার্যকম চালিয়ে যাচ্ছেন।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান হ্যান্ডস্যানেটাইজার প্রস্তুত কার্যক্রম স্বচক্ষে দেখার জন্য মঙ্গলবার বিকালে অস্থায়ী ল্যাব পরিদর্শন করেন।
এসময় তিনি একদল অভিজ্ঞ তরুনের হাতে বিশেষ করে দেশের এ ক্রান্তিলগ্নে প্রস্ততকৃত হ্যান্ড স্যানেটাইজার (হ্যাক্সিসল) দেখে ও নিজে ব্যবহার করে অভিভূত হন।
এসময় তিনি উক্ত কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এরাই প্রকৃত করোনা যোদ্ধা। যারা এসময়ে বিশেষ করে সাইফুর’স রামগঞ্জ শাখার পরিচালক হারুন অর রশিদকে এ ধরনের মহতি উদ্যেগকে স্বাগত জানিয়ে দেশের এ করোনা দুঃসময়ে যার যার অবস্থান থেকে এগিয়ে আসারও আহবান জানান।
সাইফুর’স রামগঞ্জ শাখার পরিচালক প্রফেসর হারুন রশিদ জানান, আমরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে তৈরিকৃত হ্যান্ডস্যানেটাইজার বিতরন করবো। কোন আর্থিক অনুদান ছাড়াই নিজের ব্যক্তিগত অর্থায়নে প্রস্তুতকৃত হ্যান্ডস্যানেটাইজার অত্যান্ত মানসম্পর্ণ বলেও তিনি জানান।