তানভীর আহম্মেদ, ৮ এপ্রিল:
চারদিকে ত্রান বিতরন হচ্ছে, কেউ পাচ্ছে কেউ বা পাচ্ছেন না। এত ত্রান দেয়া হয়, আমরা পাই না। আমরা কি মানুষ না? আমরা কারো কাছে চাইতেও পারি না। ছোট্ট একটি প্যাকেট দিতে গিয়ে ১০জন মানুষ ছবি তুলতে কাড়াকাড়ি। ছবি তুলে আবার ফেইসবুকে আপলোড করছে।
এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আজ একটা সপ্তাহ উনার (স্বামীর) রোজগার নাই। কাজ করতো ট্রলিতে, ট্রলি বন্ধ।
এরকম না বলা কষ্টে বুকে পাথরচাপা দেয়া ৭০টি পরিবারের মাঝে চাল-ডাল- আলু-পেঁয়াজসহ ক্ষুদ্র একটি থলে উপহার দিয়েছে রামগঞ্জ পৌর ৩নম্বর ওয়ার্ড রতনপুর যুব সমাজ।
প্রধান সমন্বয়কারী মোঃ সোহাগ জানান, দেশ বিদেশের ভাই বন্ধু আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী ও শ্রদ্ধেয় বড় ভাইদের সহযোগীতা আমাদের সাধ্যমতো চেষ্টা অব্যাহত রয়েছে এবং থাকবে।
এসময় মাহবুব রব্বানী রাজা, বেল্লাল হোসেন ও মোঃ হৃদয় উক্ত উপহারগুলো ঘরে ঘরে পৌঁছানোসহ বিভিন্নভাবে সহযোগীতার হাত বাড়ানোয় তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।