আতোয়ার রহমান মনির, ১১ এপ্রিল:
লক্ষ্মীপুরের কমলনগরে ২১ বছরের বেলাল হোসেন শিমুল নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পুলিশ উপজেলার সাহেবেরহাট ইউনিয়নের চরজগবন্ধু এলাকা থেকে তার লাশ উদ্ধার করে।
শিমুল ওই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী এবং সাহেবেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, শনিবার ভোরে নিহতের বড়ভাই মো. শাকিল বাড়ির দরজায় রাইস মিলের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় শিমুলকে ঝুলতে দেখেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের লক্ষ্মীপুর সদর হাসপাতাল জন্য মর্গে পাঠায়।
কমলনগর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছার জানান,ধারণা করা হচ্ছে কোনো কারণে শিমুল আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।