মাহমুদ ফারুক, ১১ এপ্রিল:
লক্ষ্মীপুরের রামগঞ্জে জ্বর ও ডায়েরিয়ায় জামাল খাঁন (৩৫) ও কমলনগর উপজেলায় ৫৫বছর বয়সী একজনসহ দুইজনের মৃত্যুর ঘটনায় ৯টি বাড়ী লকডাউন করা হয়েছে।
শুক্রবার রাত ১১টায় কমলনগর উপজেলার চরফলকন গ্রামের তার নিজ বাড়িতে মারা যায়। এ ঘটনায় কমলনগর উপজেলার চরফলকন গ্রামে মৃতের বাড়ীসহ ৩টি বাড়ি লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এদিকে শুক্রবার দিবাগত রাত ১টায় জেলার রামগঞ্জ উপজেলার শেফালীপাড়া গ্রামের দর্জি বাড়ীর দুই সন্তানের জনক জামাল খাঁন জ্বর ডায়েরিয়া আক্রান্ত হয়ে নিজ বাড়ীতে মারা যাওয়ার ঘটনায় মৃতের বাড়ীর আশেপাশের ৬টি বাড়ী লকডাউন করা হয়েছে।
কমলনগর উপজেলার আবাসিক মেডিকেল অফিসার মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত দুদিন আগে সে অসুস্থ ছিলেন হঠাৎ করে রাতেই বাড়িতে অসুস্থ হয়ে পড়ে মারা যান । করোনা উপসর্গ সন্দেহে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় ৩টি বাড়িকে লক ডাউনে রাখা হয়েছে বলে জানান তিনি।
রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রওশন জামিল জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে করোনা উপসর্গের নমুনা সংগ্রহ করেছি। আপাতত ৬টি বাড়ী লকডাউন করা হয়েছে। রিপোর্ট আসার পর বলা যাবে কি কারনে তিনি মারা গেছেন।