মাহমুদ ফারুক, ১২ এপ্রিল: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামে ঢাকা থেকে আসা এক পোশাকশ্রমিক করোনায় আক্রান্তের ঘটনায় উপজেলার লামচর ইউনিয়নের দাসপাড়া কোত্তাল বাড়ীসহ পুরো ইউনিয়ন ও পাশ্ববর্তি দরবেশপুর ইউনিয়নের মাঝিরগাঁও গ্রামের আক্রান্তের শশুরবাড়ী লকডাউন করেছে রামগঞ্জ উপজেলা প্রশাসন।
আজ রবিবার রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ঘটনার সত্যতা জানিয়ে বলেন, আমরা আপাতত লামচর ইউনিয়নসহ করোনায় আক্রান্ত ব্যক্তির শশুরবাড়ী লকডাউন করেছি। এসময় ঐ এলাকার কোন মানুষ ইউনিয়নের বাহিরে যেতে পারবে না বা ইউনিয়নের বাহিরের কোন লোক ঐ এলাকায় প্রবেশ করতে পারবে না। একান্ত প্রয়োজন হলে স্থানীয় কর্তৃপক্ষের সাথে কথা বলে বা কোন অসুস্থ্য মানুষ থাকলে সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে বের হওয়া যাবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহেনারা পারভীন পান্না জানান, আমরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশনা পেয়ে পুরো ইউনিয়নব্যপি মাইকিং করে প্রচারনার ব্যবস্থা গ্রহণ করেছি। কোনভাবেই কেউ যেন ঘরের বাহিরে বা রাস্তাঘাটে বের না সেক্ষেত্রে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য: উপজেলার দাসপাড়া গ্রামের কোত্তাল বাড়ীর ঐ যুবক (৩২) গত কয়েকদিন পূর্বে ঢাকা থেকে রামগঞ্জে আসেন। রামগঞ্জে এসে তিনি পাশ্ববর্তি ইউনিয়নের মাঝিরগাঁও গ্রামের মদুর বাড়ীতে আত্মগোপন করে। এসময় তিনি অসুস্থ্যতাবোধ করলে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছায় এসে নমুনা দিয়ে গেলে শনিবার তার রক্তের নমুনা সংগ্রহে করোনা ভাইরাস পজেটিভ আসে।
এ ঘটনায় শনিবার গভীর রাতে করোনায় আক্রান্ত ঐ রোগীকে উপজেলার দরবেশপুর ইউনিয়নের মাঝিরগাঁও গ্রামের আক্রান্তের শশুরবাড়ী থেকে উদ্ধার করে রামগঞ্জ-লক্ষ্মীপুর স্বাস্থ্য বিভাগ ঢাকার কুয়েত মৈত্রি হসপিটালে ভর্তি করে। শনিবার রাত ১০টার পর বিষয়টি জানাজানি হলে উপজেলার লোকজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আক্রান্ত ঐ ব্যক্তির গ্রামের বাড়ী রামগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামে।
উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার জানান, মাননীয় সাংসদ ড. আনোয়ার হোসেন খাঁনের সাথে কথা বলে রাতেই করোনা আক্রান্ত ব্যক্তিকে বিশেষ ব্যবস্থায় ঢাকার কুয়েত মৈত্রি হসপিটালে নেয়া হয়েছে।