মাহমুদ ফারুক, ১২ এপ্রিল: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামে ঢাকা থেকে আসা এক গার্মেন্টকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। শনিবার গভীর রাতে করোনায় আক্রান্ত ঐ রোগীকে উপজেলার দরবেশপুর ইউনিয়নের মাঝিরগাঁও গ্রামের আক্রান্তের শশুরবাড়ী থেকে উদ্ধার করে রামগঞ্জ-লক্ষ্মীপুর স্বাস্থ্য বিভাগ ঢাকার কুয়েত মৈত্রি হসপিটালে ভর্তি করে। শনিবার রাত ১০টার পর বিষয়টি জানাজানি হলে উপজেলার লোকজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আক্রান্ত ঐ ব্যক্তির গ্রামের বাড়ী রামগঞ্জ উপজেলার দাসপাড়া গ্রামে।
তবে স্থানীয়দের অভিযোগ করোনায় আক্রান্তের সত্যতা নিশ্চিতে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজ্ঞাত কারনে চাপা দেয়ার চেষ্টা করেছেন। এছাড়াও উদ্ধারকৃত বাড়ীসহ কোন বাড়ী লকডাউনের সিদ্ধান্তে আসতে পারেনি উপজেলা স্বাস্থ্য বিভাগ।
তবে আজ রবিবার সকাল সাড়ে ৮টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুনময় পোদ্দার সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, গত তিনদিন পূর্বে আমরা ঢাকা থেকে গ্রামে আসা জ্বর ও কাশিতে আক্রান্ত এক ব্যক্তির নমুনা সংগ্রহ করে লক্ষ্মীপুরে পাঠাই। শনিবার রাতে করোনায় আক্রান্তের বিষয়টি পজেটিভ হওয়ায় আমরা চেয়েছি তাঁকে উদ্ধার করে ঢাকায় রেফার করতে।
তবে বিষয়টি কেন গোপন রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আসলে আমরা চাইনি আতঙ্ক যেন ছড়িয়ে না পড়ে। এসময় করোনায় আক্রান্ত ঐ ব্যক্তি কিভাবে প্রকাশ্যে ঘুরাফেরার পরও সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোন বাড়ী লকডাউন করা হয়নি সে ব্যপারে তিনি আরো জানান, আমরা চেষ্টা করছি সে ঢাকা থেকে আসার পর কোথায় কোথায় গেছে, কাদের সাথে মিশেছেন। তারপর আমরা সিদ্ধান্ত নিবো।
জেলা সিভিল সার্জন ডাক্তার আবদুল গফফার জানান, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। এসময় তিনি আরো জানান, জেলা বা রামগঞ্জ উপজেলা লকডাউনের ব্যপারে জেলা ও উপজেলা প্রশাসনের সাথে বসে সিদ্ধান্ত নেয়া হবে।
স্থানীয় লোকজন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি ঢাকার একটি গার্মেন্টকর্মী। গত কয়েকদিন পূর্বে অসুস্থ্য অবস্থায় করোনায় আক্রান্ত লোকটি রামগঞ্জে এসে শশুরবাড়ী মাঝিরগাঁও গ্রামের মদুর বাড়ীতে অবস্থান করেন।
আমরা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে বিষয়টি স্থানীয় লোকদের মাধ্যমে জানানোর পরও সংশ্লিষ্ট বিভাগ উক্ত গার্মেন্টকর্মীর করোনায় আক্রান্তের বিষয়পি আজ সন্ধার আগে জানতে পেরেও অজ্ঞাত কারনে তা চেপে যান।