মাহমুদ ফারুক, ১২ এপ্রিল: করোনা ভাইরাস ঝুঁকি মোকাবেলায় লক্ষ্মীপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষনা করা হয়েছে।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। পরবর্তী ঘোষনা না দেয়া পর্যন্ত লকডাউনে থাকবে লক্ষ্মীপুর।
ঘোষনা অনুযায়ী সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা থেকে কোন মানুষ সড়ক বা নৌপথে জেলার বাইরে যেতে পারবে না এবং জেলার বাহিরে থেকে কোন মানুষ লক্ষ্মীপুরে প্রবেশ করতে পারবে না। এছাড়া সকল ধরনের গণপরিবহন ও জনসমাগম পূর্বের ন্যায় বন্ধ থাকবে।
এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানান জেলা প্রশাসন।
এর আগে জেলায় প্রথম রামগঞ্জ উপজেলায় এক ব্যাক্তির শরীরে করোনা ভাইরাস সংক্রমন দেখা দেয়ায় এ সিদ্ধান্ত গ্রহন করে জেলা প্রশাসক। আক্রান্তকে শনিবার রাতেই ঢাকাস্থ কুয়েত-মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
জেলা প্রশাসনের প্রজ্ঞাপন সূত্রে নিন্মোক্ত পরিষেবাসূমহ চালু থাকবে বলেও নিশ্চিত করা হয়।
ক) বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতাকার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং এতদ্বসংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী।
খ) চিকিৎসা সেবায় নিয়োজিত এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী ও কর্মী।
গ) ঔষধ-শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী।
ঘ) নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী, খাদ্যদ্রব্য ও শিশুখাদ্য, দুগ্ধ ও দুগ্ধজাতদ্রব্য এবং পশুখাদ্য পরিবহনকাজে নিয়োজিত যানবাহন ও কর্মী।
ঙ) কৃষিপণ্য, সার, কিটনাশক, জ্বালানী ইত্যাদি পণ্য পরিবহনকাজে নিয়োজিত যানবাহন ও কর্মী।
চ) কৃষিজ-পণ্য উৎপাদন, মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উৎপাদন, দুগ্ধ-পণ্য উৎপাদন, খাদ্যদ্রব্য উৎপাদনসহ জীবনধারনের মৌলিক উৎপাদন ও পরিবহন কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী।
ছ) উপযুক্ত পরিষেবাসমুহ সংশ্লিষ্ট রক্ষনাবেক্ষন কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী।