এস এম বাবুল বাবর, ১৮ এপ্রিল:
লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ইউপি সদস্য্যের বিরুদ্ধে হতদরিদ্রের খাদ্যবান্ধব কর্মসূচী ১০ টাকা কেজির চাল আত্মসাত করে অন্যত্রে বিক্রি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। চাল বিতরনের সময় ট্যাগ অফিসার উপস্থিত না থাকায় এমন ঘটনা ঘটছে বলেও দাবী করেন চাল বঞ্চিতরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ইং সন থেকে সরকার প্রতিবছর মার্চ-এপ্রিল-অক্টোবর- নভেম্বর ও ডিসেম্বর ৫ মাস কার্ড ধারি হতদরিদ্রদের প্রতিমাসে ১০টাকা মূল্যে ৩০কেজি চাল ডিলারের মাধ্যমে বিক্রি করে।
হতদরিদ্র ১৫জন চাল বঞ্চিত লোকজন জানান, রামগঞ্জ উপজেলার ১ নম্বর কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ব শেখপুরা ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লিটন মিয়া হতদরিদ্রদের কার্ড আটকে রেখে গত দুই বছর নিজে চাউল উত্তোলন করে অন্যত্র বিক্রি করে টাকা আত্মসাত করে আসছেন।
সরেজমিনে গেলে জানা যায়, উপজেলার পূর্ব শেখপুরা হাজি বাড়ীর মনির হোসেনের নামে কার্ড থাকলেও গত এক বছরে একবারও চাল পাননি তিনি।
একই বাড়ীর জাহানারা, সেফায়েত উল্ল্যা, শাহিনুর বেগম এবং খালেক মাষ্টার বাড়ীর আমির হোসেন, বাচ্চু, মনু মিয়া, আতাউজ্জামান ও অলি মুন্সি বাড়ির শেফালী বেগম, রাকিব, রোকেয়া সহ ১৫/২০ জন কার্ডধারী জানান তারাও গত এক বছরে কোন চাল পায়নি।
ডিলার ছিদ্দিক পাটোয়ারী বলেন, কার্ডধারীদের চাল দেওয়ার সময় কার্ড রেখে দেন ইউপি সদস্য লিটন। পরে মেম্বার কার্ডগুলো নিয়ে যান।
অভিযুক্ত ইউপি সদস্য মোঃ লিটন জানান, কার্ডধারীদের মধ্যে যারা কয়েকবার চাল পেয়েছে এবার তাদের না দিয়ে কার্ডছাড়া নতুন তালিকা করে হতদরিদ্র এমন কয়েকজনকে চাল দিয়েছেন তিনি। তবে তিনি এসময় চাল বিক্রি করে তা আত্মসাতের অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।
কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বলেন, কার্ডধারীর চাল অন্যকে দেয়ার বিধান নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
উপজেলা খাদ্য কর্মকর্তা গিয়াস উদ্দিন বলেন, বিষয়টি তিনি জেনেছেন। ভুক্তভোগীদের অভিযোগ পেলে মেম্বার ও ডিলারের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে। তবে আগামীতে এমন হবে না বলেও আশ্বাস দেন তিনি।
রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসীর জাহান বলেন, কার্ডধারীর চাল অন্যকে দেয়ার কোন বিধান নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চাল বিতরন বা বিক্রির কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। এসময় তিনি উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চাল বিতরনে অনিয়মকারী ডিলার আবুল কাশেমের বিরুদ্ধে মামলা দায়েরসহ জামানত বাজেয়াপ্ত ও ২৯ বস্তা চাল জব্দের কথাও জানান।