সাজ্জাদুর রহমান, ১৯ এপ্রিল : লক্ষ্মীপুরের কমলনগরে তিন দিনেও নিখোঁজ মো. ইব্রাহিম মিয়ার (৫০) সন্ধান পাওয়া যায়নি। পরিবার ও স্বজনরা তাকে ফিরে পেতে চায়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে নিজ বাড়ি থেকে বের হয়ে হাজিরহাট বাজারে গিয়ে আর ফিরে আসেননি। বৃহস্পতিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত আত্মীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সবস্থানে খুঁজেও তার সন্ধান পায়নি।
নিখোঁজ ইব্রাহিম চর ফলকন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউনুছ মাস্টার বাড়ির মৃত মো. এসহাকের ছেলে ও প্রবাসী আজাদের বাবা।
নিখোঁজ ইব্রাহিমের স্ত্রী বিবি ফাতেমা জানান, বৃহস্পতিবার বিকালে প্রতিদিনের মত বাড়ি থেকে হাজিরহাট বাজারে যেতে বের হন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরে আসেননি। আত্মীয় স্বজনদের বাড়িসহ আশপাশের এলাকা ও বিভিন্ন সম্ভাব্য স্থানে খোঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। এব্যাপারে কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
কমলনগর থানায় উপ পরিদর্শক (এসআই) কামরুল হাসান ভূঁইয়া জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের বিষয়য়ে তদন্ত চলছে। সারা দেশে বেতারবার্তা পাঠানো হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে নিখোঁজ ব্যক্তির সন্ধান করছে পুলিশ।