আতোয়ার রহমান মনির, ২১ এপ্রিল:
লক্ষ্মীপুরের রায়পুর ও কমলনগর উপজেলায় বজ্রপাতে মারা গেছেন দুই কৃষক। গতকাল সোমবার দুপুরে বৃষ্টি ও বজ্রপাতের সময় পৃথকস্থানে মারা যায় এই দুই কৃষক। এরা হলেন রায়পুর চর কাচিয়া এলাকায় ৬০ বছর বয়সী কৃষক শাহাজাহান সর্দার ও কমলনগরের চর কাদিরা এলাকায় কামাল হোসেন নামের আরেক কৃষক। শাহাজান সর্দার চর কাচিয়া এলাকার মৃত পাঞ্চাত আলী সর্দারের ছেলে ও কামাল ওই এলাকার আব্দুল অদুদের ছেলে। এদিকে করোনা ভাইরাস আতংক মুহুর্তে একইদিন জেলার পৃথকস্থানে দুই কৃষক মারা যায় এ ঘটনায় দু:খ প্রকাশ করে নিহত পরিবারের প্রতি সমবেধনা জানিয়েছেন অনেকেই।
এদিকে তথ্য নিশ্চিত করেছেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী স্থানীয় চেয়ারম্যান আবু জাফর মো: সালেহ বরাত দিয়ে জানান, তার ইউনিয়নের চর কাচিয়া এলাকায় দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দু:খ প্রকাশ করেছেন তিনি। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এছাড়া কমলনগর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কমলনগরে বজ্রপাতে কৃষক মারা যাওয়ার কথা । তিনি জানান, তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন বিষয়টি জানিয়েছেন। বিকেল ৪টার দিকে ঝড়ো হাওয়া শুরু হলে কামাল বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান। এ সময় আকস্মিক বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই গরুসহ তার মৃত্যু হয়। কামাল হোসেন কমলনগর চর কাদিরিয়া এলাকার বাসিন্দা।