মো. ওয়াহিদুর রহমান মুরাদ, ২৪এপ্রিল:
করোনা ভাইরাসে ঘরবন্দী অসহায় পরিবারের কেউ অসুস্থ্য হয়ে ঘরে পড়ে যেন কষ্ট না পায়, তার জন্য রায়পুর উপজেলাবাসীর স্বার্থে জরুরী গাড়ী সেবা নিয়ে একটি ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন লক্ষ্মীপুরের রায়পুর পৌর আওয়ামীলীগের আহ্বায়ক আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ।
পৌর আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ডাঃমিজানুর রহমান বলেন, সরকার দেশের এই ক্রান্তিলগ্নে প্রতিটি অসহায় পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন ত্রাণ-সাহায্য। কিন্তু সরকারের পাশাপাশি আমরা যারা স্থানীয় নেতৃবৃন্দ আছি সকলে যদি বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে এগোতে পারি তাহলে হয়তো মহান আল্লাহ আমাদের সর্বপ্রকার দূর্যোগ মোকাবেলায় নিরাশ করবেন না। কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহর এই মানবিকব উদ্যোগ নিঃসন্দেহে প্রসংশিত।
‘কল দিলে পৌছে যাবে গাড়ি ‘ কার্যক্রম নিয়ে কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ বলেন, আমি দেখেছি আমাদের লক্ষ্মীপুর, রায়পুরে বিভিন্নজন বিভিন্ন ভাবে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় কাজ করে যাচ্ছেন। কিন্তু পরিবহন সেবাদান অতীব গুরুত্বপূর্ণ তাই আমি এই উদ্যোগ গ্রহন করেছি। তিনি বলেন এই পর্যন্ত প্রায় ১৫ জন রোগীকে সেবা দিচ্ছে তার সেবা পরিবহন টিম। রাত-দিন ২৪ ঘন্টা আমার সেচ্ছাসেবক টিম ৩টি গাড়ি দিয়ে রায়পুরের যে কোন জায়গার রোগীদের হাসপাতালের পৌছে দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। করোনা ভাইরাস মোকাবেলায় এই কার্যক্রম চলমান থাকবে। জরুরী প্রয়োজনে যেই নাম্বার গুলোতে যোগাযোগ হলেই মিলবে গাড়ি আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কিবিল্লাহ (০১৭১১০১২৪৮৩), হারুনুর রশিদ (০১৭৩১৭৮৩৩৩২)
কাজী বাক্কিবিল্লাহ আরও জানান, আসছে পবিত্র মাহে রমজানে ১ম রমজান হইতে ৯ম রমজান পর্যন্ত রায়পুর পৌর শহরের প্রতিটি ওয়ার্ডের অসহায় মানুষদের সহায়তায় নামবেন তিনি।