রায়হানুর রহমান, ২৪ এপ্রিল: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান মামুনের ব্যাক্তিগত উদ্যোগে লামচর ইউনিয়ন, করপাড়া ইউনিয়ন এবং লক্ষ্মীপুর সদরের হামছাদী ইউনিয়নে শুক্রবার দিনব্যাপী ইউনিয়নে লকডাউনে থাকায় ৯ বাড়ির পরিবারসহ পাঁচ শতাধিক অসহায়, ছিন্নমুল ও দুস্থ্য পরিবারে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাফর আহমেদ ভুইয়ার তত্ত্বাবধানে সাবেক ইউপি চেয়ারম্যান হাজী মোঃ ইউনুস মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সফি উল্যাহ মেম্বার, তরিকুল ইসলাম স্বপন, জেলা যুবদল নেতা জামাল হোসেন সাজু, উপজেলা যুবদল নেতা শফিকুর রহমান, উপজেলা সেচ্ছাসেবকদলের নেতা মুরাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আতিকুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক রাশেদ আলম, ইউনিয়ন ছাত্রদল সভাপতি মুরাদ হোসেন নিপু, ফখরুল ইসলাম, সাগর আতাউর রহমান, হাসিবুল ইসলামসহ দলীয় নেতা-কর্মীরা পৃথক পৃথকভাবে অসহায়দের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন।
ত্রান সামগ্রী বিতরন সর্ম্পকে লামচর ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান মামুন বলেন, করোনা ভাইরাসে বসতঘরে থাকায় এবং করোনা রুগী সনাক্ত হওয়ায় পরিবারগুলোতে খাদ্য সংকট দেখা দেওয়া বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশনায় ব্যক্তিগত উদ্যোগে চাল-ডাল-আলু-পেয়াজসহ খাদ্য সামগ্রী বিএনপি,যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের নেতা-কর্মীদের সমন্বয়ে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে।