করোনা ভাইরাস এর প্রভাবে সারাদেশ লকডাউন করা হয়েছে। এতে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হয়েছে অসহায় হতদরিদ্র পরিবারগুলো। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও রমজানের বাজার সামগ্রী পৌছে দিচ্ছে Serve Human Foundation Bangladesh। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কিছু হতদরিদ্র পরিবারের কাছে রমজানের বাজার সামগ্রী Ramadan Special পৌছে দেয় সংস্থাটির প্রোগ্রাম ম্যানেজার শিতাব আযিয।
তিনি জানান, “করোনা ভাইরাসের এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাচ্ছে সার্ভ হিউম্যান ফাউন্ডেশন। ইতিমধ্যেই আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। ত্রান-সাহায্য ছাড়াও এই পরিস্থিতি মোকাবেলায় আমাদের কিছু দীর্ঘস্থায়ী পরিকল্পনা আছে। যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।”
এর আগে গত শনিবার কিছু সংখ্যক অসহায় অসচ্ছল পরিবারের কাছে সার্ভ হিউম্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে রমজানের বাজার সামগ্রী পৌছে দেয় শিতাব আযিয।