মাহমুদ ফারুক, ২৮ এপ্রিল: একই ইউনিয়নের ৯ জন মানুষ করনায় আক্রান্ত হয়ে আছে আইসোলেশনে। পাকা ধান পড়ে আছে মাঠে। এই বিপদময় মুহর্তে করোনা আক্রান্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। তিনি আজ লামচর ইউনিয়নের কাশিমনগর গ্রামের মধুর বাড়ী সংলগ্ন মাঠে ছাত্রলীগ নেতবৃন্দের ধানকাটা ও মাড়াই পরিদর্শন করেন। উল্লেখ্য রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের একই পরিবারের ৯জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইন ও আইসোলোশনে রয়েছেন।
রামগঞ্জ সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমিন বাবুর সার্বিক সহযোগীতায় এসময় উপজেলা নির্বাহী অফিসার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের করোনায় আক্রান্ত ও বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন খোরশেদ আলম ও তার পরিবারের পাশে দাঁড়ানোর উদারতা নি:সন্দেহে প্রশংসার দাবী রেখেছে বলে জানালেন পরিবারটির পক্ষ থেকে।
এসময় উপস্থিত ছিলেন লামচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহেনারা পারভীন পান্নাসহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্ধ।