রায়হানুর রহমান, ২৮ এপ্রিল: করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে সারাদেশে চলছে অনির্দিষ্টকালের জন্য লকডাউন। লক্ষ্মীপুর জেলার প্রতিটি উপজেলায় চলছে লকডাউনের আওতায়। এ লকডাউনের কারনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ্য খেটেখাওয়া মানুষ। দেশের সাধারণ অসহায় ও দুস্থ্য মানুষদের কথা মাথায় রেখে বিদ্যানন্দ ফাউন্ডেশন কতৃক সারাদেশের মতো জেলার রামগঞ্জেও শতাধীক পরিবারের জন্য পাঠানো হয়েছে শুকনো খাবার।
খাবারগুলো প্রকৃত অসহায় পরিবারের মাঝে বিতরণের আগে গুদামজাতকৃত খাদ্যদ্রব্য দেখার জন্য পরিদর্শন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। সোমবার বিকালে বিশদ আলোচনার পর মধ্যবিত্ত পরিবারের তালিকা হস্তান্তর পরবর্তি উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে প্রেরণ করার জন্যও আহবান জানানো হয়।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের শুভাকাঙ্খি ও “আমরা খাঁটি গরীব”র পক্ষে শুকনো খাবারগুলোর প্রতিনিধির মাধ্যমে গ্রহন করেন ইখতিয়ার শাকিল।
পরে রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সার্বিক তত্বাবধানে ও সুষম বন্টনের লক্ষে খাবারগুলো তুলে দেয়া হয় প্রকৃত ক্ষতিগ্রস্থ্য ব্যক্তিদের হাতে।
এসময় রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।