আতোয়ার রহমান মনির, ২৯ এপ্রিল:
লক্ষ্মীপুরে ১০ মাস বয়সী একটি শিশুসহ তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৩৭ জন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার চট্টগ্রামের বিআইটিআইডি ও ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্স ইউনিভার্সিটিতে লক্ষ্মীপুরের ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে তিনজনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে সদর উপজেলার দুইজন ও কমলনগরে ১০ মাস বয়সী একজন শিশু করোনা রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত এ জেলা থেকে ৯৯০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।
এতে ৭৫৮ জনের পরীক্ষার ফলাফলে চিকিৎসকসহ ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রামগঞ্জে ১৬ জন, সদরে ১২ জন, কমলনগরে পাঁচজন ও রামগতিতে চারজন।
তিনি আরো জানান, ১০ মাস বয়সী এ শিশু নিয়ে কমলনগরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। এর আগে এক চিকিৎসকসহ চারজন করোনায় আক্রান্ত হন।