রায়হানুর রহমান, ২৯ এপ্রিল: সারাদেশে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব এড়াতে জেলার রামগঞ্জ উপজেলায়ও চলছে লকডাউন। আর এ লকডাউনে ক্ষতিগ্রস্থ্য অসহায় ও দুস্থ্য দেড়শতাধীক পরিবার মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয় যমযম চ্যারিটেবল ট্রাষ্টের আর্থিক অনুদানে।
আজ বুধবার দিনব্যাপি খাদেম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরনে অংশগ্রহণ করেন এশিয়ান টেলিভিশন ও ইংরেজি দৈনিক ডেইলী নিউ এজ’র লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন।
খাদেম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা মোঃ গোলাম রহমান জানান, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়নে যমযম চ্যারিটেবল ট্রাষ্টের উদ্যেগে অসহায়-দুস্থ্য ও করোনা ক্ষতিগ্রস্থ্য খেটে খাওয়া মানুষের মাঝে খাবার বিতরনের চেষ্টা করা হবে। আমরা সে লক্ষে কাজ করে যাচ্ছি। এসময় তিনি দুস্থ্যদের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, মুড়ীসহ নিত্য প্রয়োজনী খাদ্য সামগ্রীসহ আসন্ন ঈদে চিনি সেমাই বিতরনের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান।