মোঃ তৌহিদুল ইসলাম কবির, ১মে: লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার এস আই মহসিন চৌধুরী তার নিজস্ব উদ্যোগে করোনায় আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মনোবল ভাল রাখতে তাদের জন্য ভালবাসার প্রতীক হিসেবে “সহযোদ্ধা” নামে ইফতার সামগ্রীর প্যাকেট পৌঁছে দিয়েছেন।
বৃহস্পতিবার ইফতারের আগ মুহুর্তে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের কাছে উক্ত ভালাবাসার প্রতীক নিজ হাতে পৌছে দেন তিনি।
এবিষয়ে রামগঞ্জ থানার এস আই মহসিন চৌধুরী বলেন, করোনায় আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের মনোবল ভাল রাখতেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।
উল্লেখ্য, এর আগেও এস আই মহসিন চৌধুরী তার ব্যক্তিগত অর্থায়নে রামগঞ্জ উপজেলার মধ্যবিত্ত পরিবারের জন্য খাদ্য সহযোগিতা “মায়ার আঁচল” এবং চট্টগ্রামের নিজ উপজেলা চন্দনাইশ এর অসহায় মধ্যবিত্ত পরিবার মাঝে “মমতার পরশ” এবং জেল হাজতে আটক থাকা আসামীদের পরিবারের জন্য “সহমর্মিতা” নামে বিভিন্ন খাদ্যসামগ্রীর প্যাকেট গুলি পৌঁছে দিয়েছেন।