মাহমুদ ফারুক, ২ মে:
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও ২০দলীয় জোটের শীর্ষ নেতা মোঃ শাহাদাত হোসেন সেলিম নিজ নির্বাচনী এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় খাদ্য সামগ্রী কার্যক্রম উদ্বোধন করেন।
আজ শনিবার দিনব্যপি কার্যক্রমের অংশ হিসাবে ৩নম্বর ভাদুর ইউনিয়ন ও ৮নম্বর করপাড়া ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরন শুরু করেন।
করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ্য খেটে খাওয়া মানুষকে খাদ্য সহায়তা দিতে বিএনপির ভারপ্রাপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক দিক নির্দেশনায় উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার কয়েক হাজার হতদরিদ্র লোকজনসহ দলের অসহায় নেতাকর্মীদের বাড়ীতে এ খাদ্য সামগ্রী পৌঁছানো হচ্ছে বলে জানান শাহাদাত হোসেন সেলিম।
এসময় তিনি জানান, আমরা অসহায় মানুষদের নিয়ে কোন রাজনীতি করতে চাই না। করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ্য অসহায় মানুষদের খাদ্য সহায়তা দিতে তিনি সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের প্রতি আহবান ও যারা ইতিমধ্যে বিভিন্ন এলাকায় ত্রান বিতরনসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
ত্রান বিতরন কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সমাজকল্যাণ সম্পাদক ও করপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান মিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করীম ডিহিদার, সাধারণ সম্পাদক কবির হোসেন কানন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ রাব্বানী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ন আহবায়ক দুলাল হোসেন, করপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি রাজু পাটোয়ারী, ভাদুর ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ পাটোয়ারী ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবলুসহ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের নেতৃবন্দ।