রুদ্র মোহাম্মদ ঈমন, ৩ মে: প্রচেষ্টা পাঠশালার অর্ধশতাধীক শিক্ষার্থীর মাঝে উপহার বিতরন করলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন।
আজ রবিবার সকাল সাড়ে ১১টায় রামগঞ্জ পৌর শিশুপার্কে প্রচেষ্টা পাঠশালার শিক্ষার্থীদের নিয়ে ভীন্ন রকম এ আয়োজন করেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ইমাম হোসেন স্বপন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ রিজোয়ান, রামগঞ্জ ব্লাড ডোনার’স ক্লাবের সভাপতি মাহমুদ ফারুক প্রমূখ।
উল্লেখ্য পথশিশুদের নিয়ে গঠিত প্রচেষ্টা পাঠশালায় বর্তমানে ৫০এর অধিক শিক্ষার্থী বিনা বেতনে পড়ালেখা করছে। আর উদীয়মান তরুন ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রচেষ্টা পাঠশালার শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান করতেন। বর্তমানে লকডাউনের কারনে প্রচেষ্টা পাঠশালাটি বন্ধ রয়েছে।