রায়হানুর রহমান, ১০ মে: করোনাভাইরাসের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ্য লক্ষ্মীপুর জেলা শহরের ৭০টি পরিবারের মধ্যে নিত্যপণ্য সামগ্রী বিতরণ করেছে দুইটি সংগঠন।
স্বেচ্ছাসেবীরা চাল, ডাল, লবণ, তেল, পিয়াজ, আলু, চিড়া, মুড়িসহ বেশ কয়েকটি নিত্যপণ্যের বস্তা প্রাপ্ত পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আসেন।
শনিবার এই কর্মসূচি বাস্তবায়ন করেছে, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘উদ্যোগ’। অর্থ অনুদানে সহযোগিতা করেছে জাতীয় সংগঠন ‘হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন (হেলো)’। এছাড়া সহযোগিতা করেছেন, সমাজের বিশিষ্টজন, সাংবাদিক, ব্যাংকার ও ব্যবসায়ীরা।
ঢাকা থেকে অনলাইনে উদ্যোগের এই কর্মসূচির উদ্বোধন করেন ‘হেলো’র প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট ক্লিনিক্যাল এবং ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেজ্ঞ ডা. মহসীন আহমেদ। অনুষ্ঠানে অনলাইনে সরাসরি অংশগ্রহন করেছেন লক্ষ্মীপুরের কৃতী সন্তান ফেনী জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন।
আপদকালীন এই সময়ে সমাজের সমস্যগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগের প্রশংসা করেন সচেতন মহল। তাদের মতে, বৈশ্বিক মহামারী করোনাভাইরাস বাংলাদেশে দ্বি-মুখী সমস্যা তৈরি করেছে। একদিকে মানুষ আক্রান্তের ভয়ে কর্মহীন হয়ে পড়েছে, অন্যদিকে কর্ম না থাকায় সাধারন মধ্যবিত্ত্ব শ্রেণীর লোকেরা খাদ্যাভাবে পড়েছে। পরিস্থিতি এমন হয়েছে, ‘না পারে কইতে, না পারে সইতে’। এ অবস্থায় সময় উপযোগী কর্মসূচি নিয়েছে উদ্যোগ। একই ভাবে অন্য ব্যক্তি, বন্ধু গোষ্ঠী বা সামাজিক সংগঠন এগিয়ে আসলে করোনা প্রতিরোধ অনেক সহজ হয়ে আসবে।
এসময় উপস্থিত ছিলেন, ‘হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশনের (হেলো)’ গণমাধ্যম বিয়ষক প্রধান সমন্বয়ক মো. জুনায়েদ হোসাইন, ন্যাশনাল কিডনি ডায়ালাইসিস এন্ড ডায়াগনস্টিক সেন্টারের (লক্ষ্মীপুর) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাশেদুল ইসলাম, ব্যাংকার মোবারক হান্নান, কাউসার হোসেন, সমাজ সেবক মোমিন উল্যাহ, দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি মো. রাকিব হোসাইন রনিসহ আরও অনেক।