এম.আর সুমন, ১০ মে:
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সোলতানিয়া স্কুল সংলগ্ন পন্ডিত বাড়ির সুপারির বাগান থেকে আজ রোববার ভোরে কাপড় মোড়ানো এক নবজাতক (ছেলে শিশু)কে উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সফিক পাঠান জানান, আজ রবিবার ভোর ৬টার দিকে পন্ডিত বাড়ীর বাগানে নবজাতকের কান্নার শব্দ শুনে স্থানীয় ভ্যানচালক তাহেরের স্ত্রী ফাতেমা আমাকে খবর দেন ।
পরে ফাতেমা বেগম নবজাতককে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ নবজাতক ও ফাতেমাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সে ফাতেমার তত্ত্বাবধানে রয়েছে।
উদ্ধারকারী ফাতেমা বেগম বলেন, তিনি যখন বাগানে নবজাতকটি পান তখন তাকে উল্টো করে ফেলে রাখা ছিল। এ ছাড়া নবজাতকের কাপড়ের রশি প্যাঁচানো ছিল। নবজাতক শিশুটি ছেলে সন্তান।
সে দু’এক দিনে জন্ম গ্রহণ করেছে। পরে তিনি পুলিশের সহযোগিতায় নবজাতককে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে সে আমার তত্ত্বাবধানে সুস্থ্য রয়েছে।
রায়পুর থানার এসআই শেখ কামাল হোসেন বলেন, নবজাতকের জন্য প্রয়োজনীয় কাপড়চোপড়, খাদ্য, ওষুধপত্র কিনে দিয়েছি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তা ছাড়া বাগানের ভেতর শিয়াল-কুকুরেও খেয়ে ফেলতে পারতো। তবে আল্লাহর অশেষ কৃপায় সে বেঁচে আছে।