রায়হানুর রহমান, ১৬ মে: একদিকে প্রচন্ড বৃষ্টি অন্যদিকে লকডাউনে বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাট। বিশেষ করে খাবার দোকানগুলো বন্ধ থাকায় রাস্তার পাশের ছিন্নমূল মানুষ বা তরিতরকারী দোকানদার বা রিক্সাচালক রোজাদারগণ কোন রকম ইফতারী করে ঘরে ফিরছেন।
এ ধরনের অসহায় মানুষের কথা চিন্তা করে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের পক্ষে শনিবার বিকালে রামগঞ্জ শহরের পুলিশ বক্স চত্বর ও সোনাপুর চৌরাস্তাসহ গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় কয়েক’শ মানুষের মাঝে বিতরন করা হয়েছে ইফতারী, পানি ও শরবত।
জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মামুন আল রশিদ রুবেলসহ বেশ কিছু ছাত্রলীগের নেতাকর্মী এসময় বৃষ্টি উপেক্ষা করে রোজাদারদের মাঝে ইফতারী তুলে দেন।