আব্বাছ হোসেন, ২ মে: গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজের উদ্যোগে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার ৯টি ইউনিয়নের হতদরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার দুপুরে শহরের বাগবাড়িস্থ জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর বাসভবনে নগদ ১৮ লাখ টাকা বিতরণ করা হয়।
চন্দ্রগঞ্জ, দত্তপাড়া, মান্দারী, হাজিরপাড়া, কুশাখালী, দিঘলী, চরশাহী, বশিকপুর ও উত্তরজয়পুর ইউনিয়নের প্রায় ২ হাজার পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গ্রেট ওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজের পক্ষে গোলাম রসুল ও জেলা পরিবেশক শহিদুল ইসলাম রিয়াদ প্রমূখ।