আতোয়ার রহমান মনির, ৯ জুন:
লক্ষ্মীপুরে জ্বর সর্দি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন রামগতি উপজেলার চর মেহের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (৫২) মোঃ কামাল উদ্দিন। মঙ্গলবার সকাল সাড়ে ১১ দিকে নোয়াখালী সরকাররি হাসপাতালে নেয়ার পর মারা যান তিনি।
রামগতি থানার ওসি মো. সোলেমান এ তথ্য নিশ্চিত করে জানান, এর আগে গত এক সপ্তাহ ধরে স্কুল শিক্ষক কামাল উদ্দিন রামগতি পৌর শহরের ৫ নং ওয়ার্ডের নিজ বাড়ীতে জ্বর সর্দিসহ শ্বাসকষ্টে ভুগছিলেন। আজ তার শারিরীক অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নোয়াখালী জেনারেল হাসপাতাল চিকিৎসাসেবা দেয়ার পূর্বেই তিনি মারা যান বলে পরিবার সূত্রে প্রাপ্ত তথ্যে দাবী করেন তিনি।
জেলা সিভিল সার্জন আব্দুল গফফার জানান, করোনা উপসর্গে মারা যাওয়া স্কুল শিক্ষকের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুরে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরো ১৫জন। আক্রান্তদের মধ্যে কমলনগর থানার চার পুলিশ সদস্য, কমলনগর উপজেলার তিনজন, সদর উপজেলাধীন চন্দ্রগঞ্জ সোনালী ব্যাংকের এক কর্মকর্তা।
এ নিয়ে সদর উপজেলায় মোট ১৪১, কমলনগর ৩৮, রামগঞ্জ ৫৬, রায়পুর ৪৮ এবং রামগতি উপজেলায় ২২জন আক্রান্ত হয়েছেন।
লক্ষ্মীপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩০৫জন। মারা গেছেন ৫জন । গত ২৪ ঘন্টায় সুস্থ্য হয়েছেন ২জন। আইসোলেশন থেকে সুস্থ্য হয়েছেন ৭১জন। নতুন একজনসহ বর্তমানে আইসোলেশনে ভর্তি রয়েছেন ১২জন।