আবু তাহের, ১০ জুন: আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে সামজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে বিভ্রান্তিকর তথ্য লিখে অপপ্রচার করায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আজ বুধবার উপজেলা আওয়ামীলীগ কার্যালয় (খান টাওয়ারে) প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর সভাপতিত্বে পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র বেলাল আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.ক.ম রুহুল আমিন।
এসময় বক্তব্য রাখেন ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া, উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ সামছু, যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভুইয়া সুমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান ফায়সাল মাল, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শুভ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সোহেল রাানাসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা তাদের বক্তব্যে বলেন, করোনা ভাইরাসের আগ্রাসনে সংকটময় মুহূর্তে যখন বাংলাদেশের বেশিরভাগ বেসরকারি হাসপাতাল করোনা চিকিৎসায় অনাগ্রহ প্রকাশ করছিল, ঠিক তখনই সরকারের সাথে চুক্তি করে করোনা রোগীদের জন্য মাত্র ১৯ দিনের মধ্যে ২০০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিট প্রস্তুত করে চিকিৎসা দিতে শুরু করে আনোয়ার খান মর্ডাণ মেডিকেল কলেজ হাসপাতাল।
৩১মে পর্যন্ত সরকারের সাথে ডেডিকেটেড হাসপাতাল হিসেবে চিকিৎসা সেবা দিয়ে আসছিল আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। পরবর্তিতে ১জুন থেকে নিজেদের ব্যবস্থাপনায় উন্নত চিকিৎসা প্রদানের স্বার্থে সেই চুক্তি বাতিল করে হাসপাতালটি। বিষয়টি নিয়ে রামগঞ্জের একটি কুচক্রি মহল অপপ্রচার চালায়।
ভাদুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন ভুইয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চিন্তার প্রতি সম্মান রেখে কঠোর পরিশ্রম করে মানুষকে চিকিৎসাসেবার ব্যবস্থা করেছেন ড. আনোয়ার খান। সাথে সাথে নিজের অর্থ দিয়ে দলীয় সকল কর্মকান্ড পালনসহ রামগঞ্জের অসহায় ও কর্মহীনদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন। কিন্তু কিছু লোক তার প্রশংসা না করে ঢাকায় বসে শুধু নালিশ করে আর তাদের ২/১ জন অনুসারি দিয়ে অপপ্রচার করে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.ক.ম রুহুল আমিন বলেন, আনোয়ার খানের ব্যাক্তিগত তহবিল থেকে বিশ্ব মহামারী করোনার দুর্যোগে রামগঞ্জবাসীর মাঝে ২৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন, ১৫ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী দিয়েছেন, প্রতিটি ঈদে নেতা কর্মীদের ঈদ খরচ দিয়ে আসছেন। গতকাল স্বাস্থ্যমন্ত্রীর বক্তেব্যে বলেছেন করোনা রোগীদের চিকিৎসা দিয়ে আনোয়ার খান মর্ডাণ হাসপাতাল সরকারের কাছ থেকে কোন টাকা নেয় নাই। এমন কি নিজস্ব ব্যবস্থায় চিকিৎসা দেওয়ায় সরকার খুশি । তারপরও একটি স্বার্থান্বেসী মহল তার প্রশংসা না করে শুধুই ষড়যন্ত্র করছে আর অপপ্রচার করছে। আমরা এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।