আতোয়ার রহমান মনির, ১৭ জুন:
লক্ষ্মীপুরের আলোচিত স্কুল ছাত্রী হীরামনি ধর্ষন ও হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে কয়েকদিন ধরে মানববন্ধন ও বিক্ষোভ আন্দোলনের চলমান অবস্থায় রয়েছে। তার বাবা ক্যান্সার আক্রান্ত হারুনুর রশিদের চিকিৎসার আর্থিক সহায়তা প্রদান করেছে নিরাপদ নোয়াখালী চাই স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার দুপুরে হত্যার শিকার হীরামনির মা ফাতেমা বেগমের নিকট নগদ ১০ হাজার টাকা তুলে দেন সংগঠনের উপদেষ্ঠা পরিচালক এড. শাহাজাহান সাজু।
এসময় উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান এ.কে.এম সালাউদ্দিন টিপু, সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইফুর রহমান রাসেল ও সংগঠক ফিরোজ আলম রিগান। পরে তারা হীরামনির কবর জিয়ারত শেষে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।
উল্লেখ্য শুক্রবার বিকালে সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় পালেরহাট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর স্কুল ছাত্রী হীরামনিকে নিজ ঘরে একা পেয়ে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যায় দূর্বৃত্তরা।
ঘটনার পর স্কুলছাত্রী হত্যা ধর্ষনের ঘটনায় বিচার চেয়ে নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে মামলা করেন।