আনিস কবির, ৩ আগষ্ট:
লক্ষ্মীপুরে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। আজ সোমবার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়েনের চরমনসা এলাকায় স্থানীয় বখাটে বদশা ওই শিশুকে তার নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষন করে বলে অভিযোগ করেন পরিবার।
ভিকটিমের মা ও চাচা জানান, বাদশার ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে তার নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষন করেন বলে অভিযোগ করেন তারা। শিশুটির চিৎকারে আশে পাশের লোকজন আসলে ধর্ষনকারি বাদশা মিয়া পালিয়ে যায়।
পরে শিশুটিকে রক্তাত্ব অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন ও শিশুটির আত্মীয়স্বজন।
সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার আরমানুর রহমান জানান, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন পেয়েছি। তবে ধর্ষনের বিষয়টি এখনো পরিস্কার নয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়েছি, অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে।