মিজানুর রহমান, ২৪ সেপ্টেম্বর:
বুধবার জেলার রায়পুর উপজেলার হায়দারগঞ্জ বাজারে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরীন চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন দোকানীকে জরিমানা করেন।
বিভিন্ন খাদ্যদ্রব্যের দোকানে মজুদের পরিমান, লাইসেন্স, পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখের বাধ্যতামূলক ব্যবহার, মূল্য তালিকা যাচাই করা হয়।
এ সময় উপজেলা খাদ্য কর্মকর্তার প্রসিকিউশন অনুযায়ী লাইসেন্সবিহীন অনুমোদিতভাবে ০১ (এক) মে: টনের অধিক খাদ্যশস্য /খাদ্যসামগ্রী মজুদ করায় অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এর ০৩ ধারার অপরাধে এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ৪টি মামলায় ১৪হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার নিমিত্তে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিন চৌধুরী বলেন, জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।