রাকিব হোসেন রনি, ২২ অক্টোবর:
লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যান চাপায় মারাত্মক আহত জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ শাহাদাৎ হোসেন শরীফের মা সহিদা বেগম (৫৫) মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২১ অক্টোবর) রাতে পৌর শহরের ঝুমুর সিনেমা হল এলাকায় ময়দার মিল নামক স্থানে একটি বেপরোয়া ট্রাক চাপায় তিনি গুরুতর আহত হন তিনি।
মুমূর্ষুাবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর ওয়েল কেয়ার হাসপালে (প্রাইভেট) নিলে প্রাথমিক চিকিৎসার শেষে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট রাসেল মাহমুদ মান্না জানান, আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সহিদা বেগম মারা যান। আজ বাদ যোহর লক্ষ্মীপুর পৌর শহরের দক্ষিণ মজুপুর হাজি আমজাদ আলী পাটোয়ারী ওয়াকফ্ এস্টেট একাডেমী (উচ্চ বিদ্যালয়) মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা শরীফের মা সহিদা বেগম তার নাতনি ঐশীকে নিয়ে বাসা থেকে বুধবার বিকেলে তাদের পুরান বাড়িতে ঘুরতে যান। রাতে ঐশীকে নিয়ে বাসায় ফিরতে গিয়ে ঢাকা-রায়পুর মহাসড়কের ময়দার মিল এলাকায় রাস্তা পারাপারের সময় জকসিন বাজার থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যান সহিদা বেগমকে পিঁছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার উপরে ছিটকে পড়ে বাম-পা ও মাথা ফেটে যায়।
এদিকে জেলা ছাত্রলীগের সভাপতির মায়ের মৃত্যুতে শোকাবহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় ও জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।