আনিস কবির, ২৭ অক্টোবর:
লক্ষ্মীপুরে কেককাটা দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে যুবদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। (মঙ্গলবার) সকালে শহরের উওর তেমুহনী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা যুবদলের সাধারন সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, সিনিয়র সহসভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরন, সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসন ভুলুসহ দলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা। এছাড়া লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা যুবদলের উদ্যেগে রামগঞ্জেও পালিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান। এসময় বক্তব্য রাখেন, বিএনপি নেতা তোফায়েল আহম্মেদ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন কানন, যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদার প্রমূখ
আলোচনাসভায় বক্তারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের নেতাকর্মীদেরকে রাজপথে ঐক্যবদ্ধভাবে কাজ কারার আহ্বান জানান।