আতােয়ার রহমান মনির, ২৪ নভেম্বর:
লক্ষ্মীপুরে জেলা কালেক্টরেট মসজিদ মার্কেটের পাশাপাশি ৭টি দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার মধ্য রাতে এ ঘটনা ঘটেছে বলে দোকানীরা অভিযোগ করেছেন।
দোকানীরা জানান, চোরের দল দোকানের টিনের চাল কেটে ভেতরে ঢুকে নগদ টাকা ও মূল্যমান জিনিষপত্রসহ একটি দোকানের সিসি ক্যামরাসহ ফুটেজ নিয়েগেছে চোরেরদল।
চুরি হয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান গুলোর মধ্যে রয়েছে, মোবাইল, কম্পিউটার, তৈরী পোষাক, ডিপার্টমেন্টাল ষ্টোর ও মুদি দোকান ।
এদিকে জেলা কমপ্লেক্সের পাশের ব্যস্ততম স্থানে চুরি হওয়ার ঘটনায় দোকানীদের মাঝে চরম হতাশা এবং আতঙ্ক দেখা দিয়েছে।
ইতোমধ্যে এ ধরণের ঘটনায় ঘটনার পর একজন ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে পথে নেমেছেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান জানিয়েছেন।
তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তিনি আরো জানান, ভবিষ্যতে এ ধরণের ঘটনা যেনো না ঘটে, এ জন্য পুলিশ সতর্ক রয়েছে। তবে এ পর্যন্ত কেউ গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া যায়নি।